implode() ফাংশন দিয়ে অ্যারের এলিমেন্টগুলিকে জোড়া দিয়ে স্ট্রিং বানানো যায়।
১ম প্যারামিটার $glue হচ্ছে যেকোন আরেকটা স্ট্রিং এবং
২য় প্যারামিটার
$pieces হল অ্যারে যেটার এলিমেন্ট জোড়া দিবেন। লক্ষ করুন প্যারামিটারগুলির
সামনে string, array ইত্যাদি থাকে, এগুলি দিয়ে প্যারামিটারটি কি ধরনের (বা
এর
ডেটা টাইপ) হবে সেটা বুঝানো হয়।
ফাংশনটি অ্যারের এলিমেন্টগুলি জোড়া দিয়ে পরিবর্তিত স্ট্রিং রিটার্ন করবে।
উদাহরন : নিচে দেখুন $pnewstvঅ্যারের এলিমেন্টগুলিকে যোগ (+ চিহ্ন) দিয়ে জোড়া দিয়ে কিভাবে একটা স্ট্রিং তৈরী করেছি।
<?php
$webcoachbd = array('HTML','CSS','PHP');
$tutorials = implode('+',$webcoachbd);
var_dump($tutorials);
?>